কুলাউড়ায় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়ার বরমচাল ইউনিয়নের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‌‘মাষ্টার গ্রুপ মেধা প্রকল্প-২০১৮’ পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (৮ মার্চ) দুপুরে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে তরুণ মেধাবীদের নিয়ে গঠিত ‘মাষ্টার গ্রুপ বরমচাল (এসএসসি ব্যাচ-২০১১)’ এর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মাষ্টার গ্রুপ এর সদস্য সুমি বেগম ও ফাতেমা চৌধুরী পপির যৌথ সঞ্চালণায় ও বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি’র সভাপতি মো. খায়রুল আমিন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক কমল পানি, নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খোরশেদ আলম খান সুইট, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক মো. আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক মো. উস্তার মিয়া প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, বরমচাল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে সহকারি আধ্যাপক শ্রী কমলপানি চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাষ্টার গ্রুপের সদস্য নর্থ ইষ্ট মেডিকেলের অধ্যয়নরত শিক্ষার্থী মো. আর-রাফি আলী শাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী মোজাম্মেল হক তায়েফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি শফি উদ্দিন তানবির ও গীতা পাঠ করেন রাজশ্রী চৌধুরী হৃদি।

আলোচনা শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও উপহার সামগ্রী পুরষ্কার হিসেবে প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর শুক্রবার ‘মাষ্টার গ্রুপ মেধা প্রকল্প’ পরীক্ষায় ৫ম ও ৮ম শ্রেণীর ১ শত ৫০জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করে।

শেয়ার করুন