খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল বন কর্মকর্তা মুহাম্মদ মোনায়েম বিষয়টি নিশ্চিত করেন। মনিলাল দেবনাথ মনি (২৭) ওই গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।
কর্মকর্তা বন মোনায়েম বলেন, “মাটিতে রড গেঁথে এর মধ্যে কাঁটাযুক্ত শিকল দিয়ে হাতিটিকে বেঁধে রাখা হয়েছিল। মনিলাল হাতিটির পিঠে উঠতে গেলে হাতিটি শুঁড় দিয়ে তাকে মাটিতে আছাড় দেয়।”
প্রত্যক্ষদর্শী চন্দন ভট্টাচার্য জানান, পরে মনিকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।