জালালাবাদ বার্তা ডেস্ক:
ওসমানী স্মৃতি পরিষদ কানাডার প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাহিত্য–সাংস্কৃতিক সম্পাদক সুহেল আহমেদ এর পিতার আকস্মিক মৃত্যুতে পরিষদের পক্ষ হতে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিল গত ১০ মার্চ, রোববার মাগরিবের নামাজের পর টরন্টোর ডেনফোর্থ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ওসমানী স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও রোটারি ক্লাব সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে “ইসলামের দৃষ্টিতে সুষ্ঠু জীবনকর্ম সম্পাদন, মা বাবার মৃত্যুর পর সন্তানের কর্তব্য এবং আখেরাতের প্রস্তুতি” বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত আলোকপাত এবং মোনাজাত পরিচালনা করেন ডেনফোর্থ ইসলামিক সেন্টারের খতিব মাওলানা ফারুক আহমেদ। দেশে আরোকয়েকজন আত্মীয় স্বজনের মৃত্যুতেও দোয়া করা হয়। তাছাড়া টরোন্টোতে কমিউনিটির আরো কিছু স্বজনের অসুস্থতা সহ মানবজাতি ও মুসলিম উম্মার উত্তরুত্তর সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতিদের সম্মানে সিন্নি বিতরণ করা হয়।