দিনব্যাপী নারী উন্নয়ন মেলা

মেলায় নারীরা

 

বিশেষ প্রতিনিধি.
‘সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ স্লোগানে প্রথমবারের মতো  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক দিনব্যাপী নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা পরিদর্শনে ইউএনও নজরুল ইসলাম ও অতিথিবৃন্দরা

 

মেলা প্রাঙ্গনে সাংবাদিক,ইউপি চেয়ারম্যান,সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, নারী ও এনজিও সংস্থার কয়েক শতাধিক নারী, শিশু, শিক্ষার্থী ও কিশোরীরা অংশ নেয়।
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই নারী উন্নয়ন মেলায় একাধিক নারী সংগঠন,দুপ্রক, টিআইবি (সনাক) সহ মোট ১০টি সংগঠনের স্টল অংশ নেয়।

 

মেলা উদ্ভোধন করছেন ইউএনও মো.নজরুল ইসলাম

আজ সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত নারী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
এসময়  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহিদুল আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার,শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, সাংবাদিক মো.সাইফুল ইসলাম, কাওসার ইকবাল,আতাউর রহমান কাজল,মো.মামুন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,সাংস্কৃতিক কর্মী সুশীল শীল।
শেয়ার করুন