অজ্ঞান পার্টির কবলে হাজীপুর বিএনপি নেতা মফজ্জিল হোসেন কুতুব

ছয়ফুল আলম সাইফুল, বিশেষ প্রতিনিধিঃ 

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিএনপি নেতা মোঃ মফজ্জিল হোসেন কুতুব আন্তঃনগর ট্রেনে  অজ্ঞান পাঠির কবলে পড়ায় সিলেট রেলষ্টেশন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১০ মার্চ (রবিবার) রাত সাড়ে ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে উঠেন হাজী মফজ্জিল হোসেন কুতুব শমশেরনগর নামার কথা ছিল। শমশেরনগর আসার আগেই অজ্ঞান পাঠির কবলে পড়েন তিনি।

পরবর্তিতে সোমবার সকালে সিলেট রেলষ্টেশনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পথচাররিরা ফোন নাম্বার সংগ্রহ করে বাড়ীতে যোগাযোগ করেন। বাড়ীর লোকজন ফোন পেয়ে তাহাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না তিনি। তাহার সাথে থাকা মালামাল, মোবাইল, টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি।

শেয়ার করুন