শারমিনা শারমিন.
দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীকে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।
(১১মার্চ) সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনে অংশগ্রহনকারী ৮ প্রার্থীকে অর্থদন্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থী, তিনজন ভাইস চেয়ারম্যান, তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান।
অর্থদন্ডিতরা হলেন,শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম (গোলাপ ফুল) প্রর্তীককে ১৫ হাজার টাকা, আফজল হক (আনারস) প্রর্তীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বর্তমান ভাইস চেয়ারম্যান সাগর হাজরা (তালা) প্রর্তীক ৮ হাজার টাকা, এম এ রহিম নোমানী (মাইক) প্রর্তীক ৮ হাজার টাকা ও পরিমল দাশ (বাল্ব) প্রর্তীক ৮ হাজার টাকা, মহিলা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী (ফুটবল) প্রর্তীক ১২ হাজার টাকা, হাজেরা খাতুন (হাঁস) প্রর্তীক ৮ হাজার টাকা ও মিতালী দত্ত (পদ্মফুল) প্রর্তীক ৮ হাজার টাকা জরিমানা করে মোট ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।