»এক্সক্লুসিভ»বাহুবল উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
বাহুবল উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সাইফুল ইসলাম.
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) উপজেলা প্রকৌশলীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মৌলভীবাজার জেলার এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি প্রকৌশলী,রাজনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন,শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, মো. ইব্রাহিম মিয়া,সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল হাই বিশ্বাস ও হিসাব রক্ষক মো. ফারুক হোসেন প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার শতাধিক কর্মচারীরা অংশ নেয়।
মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ খান বলেন, বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর না করায় ক্ষমতার অপব্যবহার করে ইউএনও মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করার প্রতিবাদে এ কর্মসুচি গ্রহণ করতে হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষমতার অপব্যবহারকারি ইউএনওকে অবিলম্বে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।