কুলাউড়ায় যানবাহনে নির্বাচনী আচরনবিধি লংঘনকারীদের বিরুদ্ধে অভিযান

বোরহান উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলা পরিষদের আসন নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে বুধবার কুলাউড়া উপজেলা শহরসহ বিভিন্নস্থানে যানবাহনে নির্বাচনী আচরনবিধি লংঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আচরনবিধি লংঘন করে বাস,ট্রাক,সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ব্যবহৃত পোস্টার,হ্যান্ডবিল ও লিফলেট অপসারণ করা হয়। এছাড়া ২ ঘন্টার মধ্যে উপজেলার সকল যানবাহন হতে নির্বাচনী পোস্টার,হ্যান্ডবিল ও লিফলেট অপসারণ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে যানবাহন চালক ও মালিকদের সতর্ক করে দেয়া হয়। সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ জানান নির্বাচনী আচরনবিধি লংঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন