»এক্সক্লুসিভ»মৌলভীবাজারে বন্যপ্রাণী গবেষক তানিয়া খান মারা গেছেন
মৌলভীবাজারে বন্যপ্রাণী গবেষক তানিয়া খান মারা গেছেন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
তানিয়া খান
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারে নিজ উদ্যোগে বন্যপ্রাণী গড়ে তোলা ‘সোল’ (সেভ আওয়ার আনপ্রোটেক্টেড লাইফ) এর পরিচালক তানিয়া খান মারা গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৈবাহিক জীবনে তার দুইটি বিয়ে হয়। উনার ৩ মেয়ে এবং ১ ছেলে সন্তানের জননী। তারা সবাই ঢাকায় বসবাস করেন।
বুধবার (১৩ মার্চ) সকালে মৌলভীবাজারের কালেঙ্গা এলাকায় তার বাড়িতে হার্টঅ্যাটাকে মারা যান।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামসুল মুহিত চৌধুরী বুধবার বিকেলে এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন,তিনি ঘুমের মধ্যেই হার্টঅ্যাটাকে মারা গেছেন। ওনার সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টার দিকে বাড়ির লোকজন দরজা ভেঙে বিছানায় মৃত অবস্থায় পান।
তিনি আরও বলেন, ১২দিন আগে একটি বেসরকারি হাসপাতালে তিনি ৪ দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেন। আজ রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে কালেঙ্গা কবর স্থানে সমাহিত করা হবে।
প্রসঙ্গত: তানিয়া খান ফরেস্ট রেঞ্জ অফিসার এম মুনির আহমেদের স্ত্রী। ২০১৫ সালে তার স্বামী দূর্ঘটনায় তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর তানিয়া খান বন্যপ্রাণী গবেষণার কাজে মৌলভীবাজারে স্থায়ীভাবে অবস্থান। তানিয়া খানের বাড়ি ঢাকা জেলায়।