মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার, কাঁচাবাজার, শমসেরনগর রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) সকাল ১১:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ব্রাক্ষণবাজারে অবস্থিত এলাহি স্টোরকে ৩ হাজার টাকা, কাঁচাবাজারে অবস্থিত নিমার মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, শমসেরনগর রোডে অবস্থিত ডায়মন্ড বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।