মৌলভীবাজার জেলায় সুষ্ঠ নির্বাচন হবে পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল

সাইফুল ইসলাম.
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল  জানিয়েছেন,ইউনিয়ন নির্বাচন যেভাবে হয়েছে আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনও সুষ্ঠ পরিবেশে হবে। নির্বাচন ঘিরে অরাজকতা সুষ্টির সুযোগ দেওয়া হবে না। নির্বাচন নিয়ে কোনো ধরনের অপরাধ করে থাকলে এ ব্যাপারে কোনো নেতা যদি তদবির করেন আমি কাউকে ছাড় দিব না।
নির্বাচনে প্রার্থীর সাথে কোন পুলিশ কর্মকর্তার সক্ষতার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইতোমধ্যে মৌলভীবাজার জেলা বিভিন্ন থানার উপজেলার নির্বাচন ঘিরে প্রার্থী ও সূধীজনদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার সিনিয়র পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাশেদুল ইসলাম । মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,সুশীল সমাজ এর নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন