সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার খোকন নিহত

বোরহান উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি :: সৌদী আরবে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় খোকন আহমেদ নামে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দূর্ঘটনার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নিহতের বড় ভাই আতাউর রাহমান।

১৩ মার্চ বুধবার তায়েফ শহরের ফয়সালিয়া সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত খোকন আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রতিদিনের মতো নিয়মিত কাজ শেষে ফেরার পথে তায়েফ শহরের ফয়সালিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন খোকন। এসময় পেছন দিক থেকে একটি প্রাইভেট কার দ্রæত গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে জেদ্দা কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান উদ্দিন দূর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিহত খোকন আহমেদের আত্মীয়রা নিহত তাঁকে যদি দেশে নিতে চায় তবে তাঁর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়া হবে।

শেয়ার করুন