খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ
নিরাপদ মানসম্মত পন্য এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকরে কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: রুকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন। জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর উপস্থাপনা আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এডভোকেট মোহাম্মদ আবু তাহের প্রমুখ।