অনুমিত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুস শহীদ এমপি বলেছেন.. বুঝা যাচ্ছে দেশে (নিউজিল্যান্ড) একটা সন্ত্রাস,জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠছে!

সাইফুল ইসলাম.
অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি বলেছেন,এই যে ভাল একটা দেশ,যে দেশের আইনশৃঙ্খলা নিয়ে কোন প্রশ্ন উঠে না বিশ্বে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে রাস্তায় বিকেল ৩-৪টার দিকে কোন মানুষ দেখা যায় না। বুঝা যাচ্ছে দেশে একটা সন্ত্রাস,জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠছে।
১৫ মার্চ শুক্রবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে একটি দৈনিকের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ এমপি আরও বলেন, আমাদের বাংলাদেশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অথবা আমাদের মানুষের সজাগ দৃষ্টি,সেটা সুশাসন পরিচালনায় সরকারের যে দৃষ্টি আছে সেটা সজাগ থাকার কারণে এখন পর্যন্ত ব্যাপক উন্নতি। যেমন বিমান ছিনতাই,যেই ঘটনা ঘটুক না কেন,এসব বিষয়ে পত্রপত্রিকায় লিখেছে। এ কারণে সাংবাদকর্মীরা সজাগ থাকলে,দেশবাসিও সজাগ থাকবে। সাংবাদিককের কলমের খোঁচায় ভালমন্দ যাই লেখা হোক, দেশের মানুষও সজাগ থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
শেয়ার করুন