শাকির আহমদ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে নিজের ফেইসবুক টাইমলাইনে এক আবেগঘন বার্তা দিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন সাবেক ডাকসু ভিপি ও বর্তমান সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
রবিবার দিবাগত রাত ১২টার ১৫ মিনিটের দিকে তিনি এই স্ট্যাটাস প্রকাশ করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির মুকুট উল্লেখ করে বলেন, ‘আমি রাজনিতির মুকুট কে রাজনিতির পন্য না বানানোর আহবান জানাচ্ছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রকাশিত স্ট্যাটাস নিচে হুবহু উল্লেখ করা হলো-
‘যিনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, আর গোপালগঞ্জ থেকে সুনামগঞ্জ ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন।
১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার মধুমতীর তীরে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে শেখ লুতফুর রহমান ও সায়েরা খাতুনের কোলে জন্ম নেওয়া খোকা, মুজিবুর থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গসার্দুল, বঙ্গসার্দুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতিরজনক হওয়ার দীর্ঘ পথ পরিক্রমায় গনতন্ত্র, স্বাধিকার, স্বাধীনতার যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন,আজকের বাস্তবতায় আমাদের প্রত্যেকের বিবেক কে প্রশ্ন করা উচিৎ আমরা কি তার নির্দেশিত পথে চলছি?
মানুষের মত প্রকাশের অধিকার আর দূঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য কে জীবনের ব্রত করে নেওয়া বঙ্গবন্ধুর কন্যা সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। তিনি মহান সংসদে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন। আজ তাই দেখার বিষয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে ত্যাগের মহিমায় সকল দল ও মতের অংশগ্রহনে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মানে তার পদক্ষেপ কি?
★ জর্জওয়াশিংটন,মাওসেতুং, মহামতি লেনিন, মহাত্মা গান্ধী,কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ, ফিদেল কাস্ত্রেরা প্রত্যেকে স্ব স্ব জাতির যেমন স্থপতি,ঠিক তেমনি ভাবে বাংলাদেশের স্থপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।কাজেই বর্তমান প্রজন্ম সহ সকল রাজনৈতিক দল এবং দেশের জনগনের যেমন তাকে মেনে নেয়া উচিৎ।ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারকেও বঙ্গবন্ধুকে কেবল দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্বজনীন ভাবে উপস্থাপন করার জন্য যা যা করা প্রয়োজন তাই করা উচিৎ। আমি রাজনিতির মুকুট কে রাজনিতির পন্য না বানানোর আহবান জানাচ্ছি।
★★ অবাক লাগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকের প্রশ্নোত্তরে যিনি বলেছিলেন “যেখানে আমার মানুষ দুই বেলা দু মোঠো ভাত পায়না সেখানে আমার জন্মদিন কি আর মৃত্যুদিনই বা কি?
তবুও একজন বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বিশ্বাস করি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টার লক্ষ্যে দুর্নীতি, মাদক সন্ত্রাসমুক্ত ও প্রতিটি পর্যায়ে ন্যায়ের শাসন নিশ্চিত করে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ পুনঃনির্মানের নবযাত্রার এটাই সঠিক সময়। তাই এটাই হোক জাতির জনকের আজকের জন্মদিনের অঙ্গীকার। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
জয় বাংলা,…….. জয় বঙ্গবন্ধু……. জয় হোক বাংলার জনগনের’
-জালালাবাদডটকম/১৭মার্চ২০১৯ইং/এসএ