»এক্সক্লুসিভ»শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রনধীর ,ভাইস চেয়ারম্যান প্রেম সাগর মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত নির্বাচিত
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রনধীর ,ভাইস চেয়ারম্যান প্রেম সাগর মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত নির্বাচিত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
শ্রীমঙ্গল প্রতিনিধি.
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রনধীর কুমার দেব টানা তৃতীয়বাবের মতো চেয়ারম্যান পদে পূনরায় নির্বাচিত হয়েছেন। বেসরকারীভাবে তার প্রাপ্ত ভোট ৫১ হাজার ৪৪০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আফজল হক ১৪ হাজার ৫৮০ ভোট পেয়ে পরাজিত হন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চা শ্রমিক পরিবারের সন্তান ‘তালা’ প্রতীককে প্রেম সাগর হাজরা দ্বিতীয় বারের মতো পূনরায় নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘পদ্মফুল’ প্রতীককে প্রথমবারের মতো মিতালী দত্ত নির্বাচিত হয়েছেন।