কুলাউড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি ইয়ারদৌসের মতবিনিময়

শাকির আহমদ, নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়া থানায় যোগদান উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে থানা প্রাঙ্গণে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে কুলাউড়ার থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এসময় ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘সিলেট রেঞ্জে এই প্রথম আমি দায়িত্ব পালন করতে এসেছি। ভৌগলিক কারণে সিলেটবাসী অত্যন্ত আন্তরিক ও ভালো এটা সর্বজন স্বীকৃত। এক্ষেত্রে কুলাউড়ায় আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি বিবেচনায় রাখবো।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের ন্যায় কুলাউড়ায় মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এসবের বিরুদ্ধে আমি কঠোর ভূমিকা পালন করবো। এজন্য আপানদের (সাংবাদিক) সহযোগীতা একান্ত কাম্য।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাজ হচ্ছে সমাজের অসঙ্গতি, অন্যায় চিত্র তুলে ধরা, আর আমাদের কাজ সেই অসঙ্গতি দূরীকরণে কাজ করা। তাই সুশৃঙ্খল, সুন্দর সমাজ গঠনে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বকস, বাংলাদেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, প্রিয় কুলাউড়ার নির্বাহী সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক গণজাগরণ প্রতিনিধি এনামুল আলম, রিপোর্টার্স ইউনিটের সভাপতি সৈয়দ আশফাক তানভীর, বিজয়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সুমন আহমদ, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, পাতাকুঁড়ির দেশ প্রতিনিধি এইচডি রুবেল, ঢাকা টাইমস এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি, সংবাদকর্মী শাওন, জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আগে (১৬ মার্চ) ইসির নির্দেশে কুলাউড়া থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. শামীম মুসাকে ঢাকার সিআইডি প্রধান কার্যালয়ে বদলী করা হয়। এর পরের দিন (১৭ মার্চ) ঢাকা রেঞ্জের টঙ্গিবাড়ি থানায় কর্মরত ওসি ইয়ারদৌস হাসানকে বদলী করে কুলাউড়া থানায় আনা হয়।

শেয়ার করুন