মৌলভীবাজারে ব্র্যাক ডে পালিত

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

প্রতিবছরের মতো এবছরও নানান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২১ মার্চ ৪৭ তম ব্র্যাক ডে পালিত হচ্ছে। ১৯৭২ সালে স্বাধীনতোত্তর যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশে এই সংস্থাটি উন্নয়ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকাভুক্ত পৃথিবীর ১১টি দেশে কর্মসূচি বাস্তবায়িত করছে এবং দরিদ্র মানুষের সম্ভাবনার বিকাশে নেতৃত্ব প্রদান করছে। জনগোষ্ঠীর নিজস্ব ভৌত ও মানবিক সম্পদ ব্যবহারের মাধ্যমে দরিদ্র মানুষদের সংগঠিত করে তাদের জীবনে ব্র্যাক স্থায়িত্বশীল পরিবর্তন নিয়ে আসছে। কমিউনিটির মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে ২০১১ সালে মৌলভীবাজারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে স্থাপিত হয় কমিউনিটি রেডি পল্লীকন্ঠ এফএম ৯৯.২ । যা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে বিভিন্ন ধরণের তথ্যমূলক অনুষ্ঠান, বিনোদন ও সংবাদ।

ব্র্যাক ডে উপলক্ষে রেডিও পল্লীকন্ঠের সভাকক্ষে পালিত হয় ৪৭ তম ব্র্যাক ডে ২০১৯ ।এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, প্রোগ্রাম প্রোডিউসার মোঃ আল-আমীন, একাউন্টস অফিসার রুমানা আক্তার, ফিন্যান্স এন্ড মার্কেটিং অফিসার দুলাল রায়, অনুষ্ঠান প্রযোজক মোঃ কামরুজ্জামান মিঠু, অনুষ্ঠান প্রযোজক রুজিনা আক্তার , সংবাদ প্রযোজক তাহমিদ আহমেদ, অনুষ্ঠান প্রযোজক রুমা বেগম, অনুষ্ঠান প্রযোজক সুতোপা পালসহ রেডিও পল্লীকন্ঠের সকল কর্মীবৃন্দ।

সূত্রঃ রেডিও পল্লীকন্ঠ FM99.2

শেয়ার করুন