ইভটিজিংকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, রাস্তা অবরোধ, আহত ৯

খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আজ ২১ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট থেকে আসা শিক্ষা সফরের গাড়ি হবিগঞ্জ সাতছড়ি থেকে আসার পথে শেরপুর বাজারে নবিগঞ্জ উপজেলার পিঠুয়া গ্রামের আবু মিয়ার ছেলে জাকারিয়া(২৪) ছাত্রীদের সাথে ইভটিজিং এর এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সরেজমিন গিয়ে জানা যায়, ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মিলে শিক্ষা সফরে যায় হবিগঞ্জের সাতছড়ি। আসার পথে পিঠুয়া গ্রামের শেরপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু মিয়ার ছেলে শিক্ষা সফরের গাড়িতে থাকা ছাত্রীদের সাথে ইভটিজিং করে।

ইভটিজিং এর এক পর্যায়ে ছাত্ররা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবু মিয়ার ছেলেকে কেচি দিয়ে আঘাত করে ছাত্ররা। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে পিটুয়া গ্রামের লোকজন এসে গাড়িতে আক্রমন করে দুটি গাড়ির সবকটি গ্লাস ভেঙে ফেলার সময় ৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

গাড়ির গ্লাস ভাংগায় স্থানীয় শ্রমিকরা রাস্তায় গাড়ি রেখে অবরোধ করলে সিলেট ঢাকা মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়।

শেষ পর্যায়ে স্থানীয় লোকদের ও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১ ঘন্টা যানজটের পর রাস্তা পরিষ্কার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামালা হয়নি এবং মিমাংসার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন