»আন্তর্জাতিক»নিউজিল্যান্ডে মসজিদে নির্বিচারে শতাধিক মুসলিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ
নিউজিল্যান্ডে মসজিদে নির্বিচারে শতাধিক মুসলিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
নিউজিল্যান্ডে আল-নূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়কালে উগ্র খ্রিষ্টান জঙ্গী কর্তৃক নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।
বুধবার শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বাংলাদেশ ইসলামী যুব ও ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার ব্যানারে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা.মোহাম্মদ মামুনুর রশিদ,মোহাম্মদ নাজমুল ইসলাম, বদরুল আলম শিপলু,আশরাফুল খান রুহেল ও নূর মোহাম্মদ সাগর। বক্তারা ইতিহাসের ঘৃণ্যতম এই হামলার নিন্দা জানিয়ে গ্রেফতাকৃত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।