মাশুক রাসেলঃ
গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকার KFB স্টুডিওতে উপমাদেশের কিংবদন্তী গীতিকার , সুরকার ও সঙ্গীত পরিচালক বাংলাদেশের লিজেন্ড সঙ্গীত ব্যক্তিত্ব কাজী ফারুক বাবুলের আহ্বানে এবং তাঁরই সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবিদেশের বাঙ্গালী সংস্কৃতিজনদের সমন্বয়ে ‘ইন্টারন্যাশনাল কালচারল ফোরাম (ICF) বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
কমিটিতে লিজেন্ড কাজী ফারুক বাবুলকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বেতার টিভির অনুমোদিত গীতিকার সব্যসাচী লেখক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকতকে মহাসচিব নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহি পরিষদ গঠিত হয়।
সহযোগী সদস্য হিসাবে দেশের সাহিত্য-সংস্কৃতির নিবেদিতপ্রান ব্যক্তিত্বদের এতে অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া প্রখ্যাত কন্ঠশিল্পী- সুরকার জানে আলম, ইয়াসমীন মুশতারী, খুরশিদ আলম, ফেরদৌস ওয়াহিদ, ফাতেমা তুজ জোহরা প্রমুখদের উপদেষ্টা করা হয়।
সভায় অবিলম্বে ফোরামের একটি খসড়া গঠনতন্ত্র প্রনয়নের জন্য কন্ঠশিল্পী জলি আশরাফি ও কবি আঁখি আহমদ জাহানকে নিয়ে ৫ সদস্যের একটি উপকমিটি গঠিত হয়। ইংল্যান্ড, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, রাশিয়া ও কানাডাসহ অন্যান্য দেশের সংস্কৃতিজনদের নাম প্রস্তাব ও অনুমোদন করা হয়।
আসন্ন স্বাধীনতা দিবসে কর্মসূচীগ্রহন, বঙ্গবন্ধুর ওপর একশত সঙ্গীতগ্রন্থের প্রকাশনা উৎসব, লোকগানের উৎসব, সঙ্গীত প্রতিযোগিতা, গ্রাম গঞ্জে প্রতিভার মূল্যায়ন, ইত্যাদি প্রাথমিক কর্মসূচী গ্রহন ও বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব অর্পন করা হয়।
বাঙালিদের ঐতিহ্যবাহি সাহিত্য সংস্কৃতিকে আন্তর্জাতিক ভাবে এগিয়ে নেয়ার জন্যই এ ফোরাম গঠিত হয়েছে বলে চেয়ারম্যান কাজী ফারুক বাবুল সভা অবহিত করে বলেন, সুস্থ সংস্কৃতির লালনে আমাদের রয়েছে উজ্জ্বলতম সংস্কৃতি, একে সমগ্র বিশ্বে সমন্বিত করে দেশ ও জাতির কল্যানে নিবেদন করাই হবে ফোরামের মূল লক্ষ্য।
সূত্রঃ আজকের বিনোদন