ভাড়া-নিয়ে কথাকাটাকাটির জের ধরে মৌলভীবাজার বাসের হেলপার ধাক্কায় শিক্ষার্থী নিহত !

সাইফুল ইসলাম

‘ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চালকের সহযোগীর (হেলপার) ধাক্কায়’ এবার বাসের চাকায় পিষ্ট হয়ে ওয়াসিম আফনান নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এতে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহত হন।
নিহত ওয়াসিম আফনান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্র গ্রামের আবু জাহেদ মাহবুবের ছেলে ওয়াসিম। আহত শিক্ষার্থীর নাম রাকিব হোসেন।
স্থানীয় পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-১২৮০) বাসের ভেতর কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফসান ও বাসের হেলপারের কথা কাটাকাটির এক পর্যায়ে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ওয়াসিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওয়াসিমের সঙ্গে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন রঞ্জন ঘোষ জানান, ১১জন শিক্ষার্থী হবিগঞ্জের নবীনগরের দেবপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ শনিবার ময়মনসিংহ-সরিষাবাড়ী- সিলেট রুটে চলাচলরত উদার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে করে মৌলভীবাজারের শেরপুরে ফিরছিলেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো.শরীফ আহমদ রাতে বলেন, সিলেটের ওসমানীনগর বেগমপুর নামক স্থানে গিয়ে বাস গাড়ীটি জব্দ করে ওসমানীনগর থানায় রাখা হয়েছে। চালক ও সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন