কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফসানকে বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদার পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-১২৮০) বাসের চালক জুয়েলকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদিএথত্য জানিয়েছেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে শেরপুর এলাকা চালক জুয়েলকে আটক করা হয়। তবে হেলপার আটক করা য়ায়নি, তবে চেষ্ট চলছে।