উদার পরিবহনের ঘাতক বাস চালক আটক
মৌলভীবাজারের শেরপুরে গোল চত্বরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনান (২১) চাপা দেওয়া সেই উদার পরিবহনের বাস চালককে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত. শনিবার বিকেলে মৌলভীবাজারের শেরপুরে বাসের হেলপারের ধাক্কা দিয়ে ফেলে দেয় ওয়াসিমকে। এতে ওই বাস পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
শেয়ার করুন