উদার পরিবহনের ঘাতক বাস চালক আটক

ঘাতক বাস চালক জুয়েল

 

সাইফুল ইসলাম.
মৌলভীবাজারের শেরপুরে গোল চত্বরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনান (২১) চাপা দেওয়া সেই উদার পরিবহনের বাস চালককে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো.শরীফ আহমদ রাত সাড়ে ১২টায় বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ এলাকা থেকে পরিবহন শ্রমিকরা তাকে আটক করে দক্ষিণ সুরমা থানায় সৌপর্দ করে। সেখান থেকে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ তাকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান।
আটক জুয়েল আহমদ (৪০) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে। তবে হেলপার এখনও পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে রাত সাড়ে ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত. শনিবার বিকেলে মৌলভীবাজারের শেরপুরে বাসের হেলপারের ধাক্কা দিয়ে ফেলে দেয় ওয়াসিমকে। এতে ওই বাস পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
ওয়াসিমকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা।
নিহত ঘোরি মো. ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরি মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির পুত্র।
শেয়ার করুন