নিজস্ব প্রতিনিধি :: স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি, সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সাথে সৈজন্য সাক্ষাত করলেন কুলাউড়া উপজেলার নববিনর্বাচিত চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
সোমবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে সাংসদের পৌরসভাস্থ বাসভবনে কুলাউড়ার উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে তিনি এই সেখানে যান।
শপথ নেয়ার পর সুলতান মনসুর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসায় ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান। এসময় সুলতান মনসুর গত ১৮ মার্চ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমানকে মিষ্টি মুখ করান। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহŸায়ক অজয় দাস, সাবেক যুগ্ম আহŸায়ক মনসুর আহমদ (হোসেন মনসুর), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কমর উদ্দিন কমরু, সাংবাদিক শাকির আহমদ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রাসেল আহমদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে কুলাউড়ার বিভিন্ন অসঙ্গতি ও তা দূরীকরণে সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সাথে দীর্ঘসময় মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। সাংসদ সুলতান মনসুর কুলাউড়ার মানুষের ভাগ্যোন্ননের স্বার্থে যে কোন সহযোগীতার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
জালালাবাদবার্তাডটকম/২৫মার্চ২০১৯ইং/এসএ