মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মিয়া (২৩) কে সড়কে চাপা দেওয়া সিএনজি চালককে গ্রেফতার করে বিচারের দাবিতে সোমবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্বরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
গতকাল রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌহমুনায় এলাকায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা চাপা দিলে সুমন মিয়া মাটিতে লুঠিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক সিএনজি চালক পালিয়ে যায়। নিহত সুমন সে ভানুগাছ বাজারের রিক্সা ও সাইকেল মেইকার বাবুল মিয়ার ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক প্রনীত রঞ্জন দেব নাথ,সাব্বির এলাহী,সুব্রত দেব রায় সঞ্জয়,সাজিদুর রহমান সাজু,অ্যাড.আব্দুল মুনিম তরফদার,্উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকির হোসেন সজীব,ছাত্রদল নেতা গোলাম রাব্বানি তইমুর প্রমুখ। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধীন চন্দ্র দাস।
মানববন্ধনে তারা দোষী ঘাতক সিএনজি ড্রাইভারের দৃষ্টান্তমুলক শাস্তিসহ নিরাপদ সড়ক চলাচল আইন কার্যকর ও বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক ধাম বলেন, ‘চালক পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে। সিএনজি অটোরিক্সাটি থানায় নিয়ে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা রুজু হয়েছে।’
প্রসঙ্গত.রবিবার দুপুরের দিকে কলেজ ছাত্র সুমন ঘটনাস্থলে রাস্তার সাইড দিয়ে হাটছিল। এ সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-৬৪৩০) দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহতাবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । পরে সুমনের মরদেহ ফিরিয়ে এনে ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।