নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়া উপজেলা চন্দ সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি অমরেন্দ্র চন্দ্র শীল এর অকাল মৃত্যুতে তাঁর করের গ্রামস্থ বাসভবনে কুলাউড়া উপজেলা চন্দ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে গত ২২ মার্চ শুক্রবার দুপুর ১টার দিকে চন্দ সমাজকল্যাণ সমিতির সভাপতি কৃপাময় চন্দ্র শীলের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন চন্দ সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক অসিত চন্দ। গীতা পাঠের পর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবঃ শিক্ষক প্রফুল্ল কুমার পাল, সমাজসেবক বেনু দাস, শিক্ষক প্রণয় কুমার পাল, চন্দ সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি সুশেন্দ্র চন্দ্র শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিক্ষক রাজেশ চন্দ, দপ্তর সম্পাদক শিক্ষক ফণী ভূষণ চন্দ, কবি ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুপেশ চন্দ, যুগ্ম সম্পাদক অনাদি চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. বিজন দাস, বিদ্যুৎ শীল, মিংকু শীল। সভা পরিচালনা করেন চন্দ সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক অসিত চন্দ।
সভা শেষে উপস্থিত সকলকে চন্দ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে দধি, চিড়া ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।