»এক্সক্লুসিভ»মৌলভীবাজার একই পরিবারের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ
মৌলভীবাজার একই পরিবারের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মৌলভীবাজার প্রতিনিধি.
হিন্দু ধর্ম ছেড়ে সপরিবার ইসলাম ধর্ম করেছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তারা পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।
ধর্মান্তরিতরা হলেন, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নিতাই মালাকার (৬০), স্ত্রী রতœা মালাকার (৫০), কন্যা শিল্পী মালাকার (১৮), ছেলে রিপন মালাকার (১৩) ও আরেক কন্যা শিখা মালাকার (১০)।
স্থানীয় সূত্র জানা গেছে, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও রেলওয়ে কলোনিতে বসবাসরত নিতাই দাস ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন এবং বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়ার উদ্যোগ নেন।
রবিবার সকালে তারা ইউনিয়ন পরিষদে এসে ধর্মান্তরিত হবার কথা জানালে তিনি তাদের সারাদিন পর্যবেক্ষনে রেখে রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহণ করার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে মো. ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা বেগম, ছেলের নাম ইসমাইল মিয়া এবং মেয়ের নাম আয়েশা বেগম ও ফাতেমা বেগম রাখা হয়।
উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সৈয়দ নজরুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের ৫জন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। রবিবার রাতে ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় উপস্থিত হয়ে তারা ধর্মান্তরিত হন। তিনি আরও জানান, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হিফজুর রহমানের কাছে পবিত্র চার কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহন করেন তারা।
ইউপি চেয়ারম্যন জানান, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় তারা নিরাপদে আছে।’
ইব্রাহীম আলী জানান, ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড়-চোপড়সহ তাৎক্ষণিক আর্থিক খরচের যোগান পেয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করায় আমরা খুশি এবং এলাকাবাসী আনন্দিত।’