শাকির আহমদ :: যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো কুলাউড়ায় মঙ্গলবার (২৬ মার্চ) সরকারি ও বেসরকারিভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিনের প্রথম প্রহরে স্বাধীনতা সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এমপি।
তিনি ছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুলাউড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলাউড়া পৌরসভা, কুলাউড়া থানা পুলিশ, কুলাউড়া ভূমি অফিস, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কুলাউড়া প্রেসক্লাব, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকা, উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমী, প্লাটুন টুয়েলভ, সোস্যাল কেয়ার অব ন্যাশন সহ বিভিন্ন ক্লাব সংগঠন।
সকাল ৮টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারী বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এমপি। এসময় উনার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। পরে আনুষ্ঠানিকভাবে সাংসদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণ করা হয়।
বেলা ১২টার দিকে ডাক বাংলো মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বেশীরভাগ কৃষক-শ্রমীক-মেহনতি মানুষ ও তাঁদের সন্তানেরাই মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে তুলে নিয়েছিলো। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ‘জয় বাংলা’ ছিলো মুক্তিযুদ্ধের রণধ্বনি। তাই এদেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মেনেই সবাইকে রাজনীতি করতে হবে। এর বাইরে কেউ কোন দিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আসার সুযোগও নেই।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদীউর রহিম জাদীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মাসুক মিয়া প্রমুখ।