কুলাউড়া প্রতিনিধি :: পরাধীনতার শৃংখল ভেঙে সত্যিকারের মাথা উঁচু করে দাঁড়ানোর দৃপ্ত শপথ নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘দাবানল’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করে।
২৬শে মার্চ মঙ্গলবার দিনভর এই শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, গান, বিপ্লবী কবিতা আবৃত্তিসহ ভিন্নধর্মী সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কবি, সাংবাদিক ও শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে ৮ম শ্রেণির শিক্ষার্থী তানভীর হোসেন ও গীতা পাঠ করে শ্রেয়া অলমিক। দেয়ালিকার সম্পাদকীয় পাঠ করে ১০ম শ্রেণির শিক্ষার্থী নন্দিতা পাশী এবং শুভেচ্ছা বক্তব্য রাখে বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী দিলরুবা সুলতানা।
পুরস্কার বিতরণী সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতা করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আলী, প্রাক্তন শিক্ষক ও ফ্রান্স প্রবাসী পারভেজ রশীদ খান, শিক্ষক জয়রাজ উল্লা। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম, নীলিমা রানী বৈদ্য, সুশান্ত কুমার বর্মন, মীরা শর্মা, দপ্তরি অজয় মালাকার, মোহাইমিন ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।