বনানীর এফ আর টাওয়ারে আগুন। নিহত ১৯; আহত অর্ধশতাধিক

জালালাবাদবার্তা.কমঃ

রাজধানীর বনানীর ২২ তলা এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ১জন শ্রীলংকান নাগরিক সহ ১০ জনের মৃত্যু।  অগ্নিকান্ডে আহত অবস্থায় অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ঢাকা ‘সি এম এইচ’ -এ চিকিৎসাধীন রয়েছেন ৮ জন্য উদ্ধার কাজে যৌথভাবে নিয়োজিত আছে ফায়ার সার্ভিস, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ ও র‌্যাব সদস্যরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অগ্নিকান্ডে আহত রোগীদের জরুরী ভিত্তিতে এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করার নির্দেশ জারি করা হয়।

আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন