রুহুল চৌধুরী, টরন্টোঃ
৩১শে মার্চ ২০১৯ রবিবার টরন্টোর স্কারবরোস্থ ইপিক ব্যাডমিন্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতাকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৯। বাংলাদেশি কানাডিয়ান স্পোর্টস ক্লাব (BCSC) ২০১৮ সালে ১ম বারের মতো আয়োজন করে স্বাধীনতাকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার এই মার্চ মাসে ২য় বারের মতো আরও বিশাল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্ণামেন্ট।
(BCSC) ডাইরেক্টর মন্ডলীর সদস্য এবং এবারের আয়োজনের সমন্বয়কারী জনাব ছাদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জালালাবাদবার্তা.কম কে জানান, আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টে কানাডা ও আমেরিকার বিভিন্ন শহর থেকে সর্বমোট ৪০টি দল অংশগ্রহন করতে যাচ্ছে। টুর্ণামেন্টের চুড়ান্ত প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
খেলা শুরু হবে সকাল ১১ ঘটিকার সময়, সমাপনী বা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ ঘটিকায় এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৮ ঘটিকার সময়।
টরন্টোতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সকল ব্যক্তিবর্গকে উক্ত টুর্ণামেন্ট উপভোগ করেতে বিশেষ করে সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আয়োজক মন্ডলীর পক্ষ থেকে বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হয়েছে।