ঝড় তুলেও জেতাতে পারলেন না ডি ভিলিয়ার্স

 

স্পোর্টস ডেস্ক .
আইপিএলে নিষ্প্রাণ পিচে তাড়া করে ম্যাচ জেতার আশা করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচ হেরে শুরু করায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিলেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। ডি ভিলিয়ার্সের ব্যাটে জয়ের সম্ভাবনা তৈরি হলেও ৬ রানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে তার দল।
অপর দিকে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলো রোহিত শর্মার মুম্বাই। শুরুতে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। টপ অর্ডারের সহায়তায় ৮ উইকেটে ১৮৭ রানের বড় পুঁজি পায় তারা। অধিনায়ক শর্মার ব্যাট থেকে আসে ৩৩ বলে সর্বোচ্চ ৪৮ রান। লেজের দিকে হার্দিক পান্ডিয়ার মিনি ঝড়ে ১৪ বলে আসা ৩২ রান স্কোরবোর্ড সমৃদ্ধ করে মুম্বাইয়ের। চারটি উইকেট নেন বেঙ্গালুরুর চাহাল।
তাড়া করার লক্ষ্য নিয়ে শুরুটা দারুণ করেছিলো বেঙ্গালুরু। দুটি উইকেট পড়লেও এবি ডি ভিলিয়ার্স ও কোহলি জুটি গড়ে জয়ের সমূহ সম্ভাবনা তৈরি করেছিলেন। ৩২ বলে ৪৬ রান করা কোহলির উইকেটসহ বুমরাহ আরও দুটি উইকেট নিলে ম্যাচের মোড় ঘুরে যায়। ছন্দ পতন ঘটে তাদের।
ডি ভিলিয়ার্স শেষ ওভার পর্যন্ত টিকে থেকে আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ ওভারে মালিঙ্গার বোলিংয়ের কাছে অসহায় ছিলো তারা। ৬ বলে প্রয়োজন ছিলো ১৭ রান। ১০ রান আসে শেষ ওভারে। বেঙ্গালুরু করতে পারে ৫ উইকেটে ১৮১ রান। অবশ্য শেষ বলটি নো হয়েছিলো মালিঙ্গার। কিন্তু আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়ায় হারই নিয়তি হয়ে দাঁড়ায় বেঙ্গালুরুর।
৪১ বলে ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ৭০ রানে। তাতে ছিলো ৪টি চার ও ৬টি ছয়। ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া জাসপ্রিত বুমরাহ হন ম্যাচসেরা।

সূত্র বাংলা ট্রিবিউন

শেয়ার করুন