কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রাম থেকে ১০ পিছ ইয়াবাসহ উজ্জল মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টায় আলেপুর নামক এলাকা হতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে আলেপুর গ্রামের তাহির মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে তার দোকান থেকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি মাদকসহ বিভিন্ন মামলার আসামি। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।