বজ্রাঘাতে দুই বোনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারর কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে মহিলা মাদ্রাসার পাশে বাড়ির সামনে খেলার সময় বজ্রাঘাতে মুনি বেগম (৪) ও বড় বোন সাদিয়া বেগম (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহত দুইবোন ওই এলাকার দিনমজুর মো. জুনেদ মিয়ার মেয়ে। জুনেদ মিয়ার তিন কন্যা সন্তান ছিল।
রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নিজ বাড়ীর সামনে খোলা মাঠে খেলাধূলার সময় তাদের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অরুপ চৌধুরী  বজ্রাঘাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ টিম যাচ্ছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন