শ্রীমঙ্গ‌লে চলন্ত সিএনজিতে অগ্নিকান্ড

বিশেষ প্রতিনিধি: ‌

 

মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গল উপ‌জেলার কা‌কিয়াবাজা‌রে চলন্ত অটোরিক্সা সিএনজি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজি পুরোপুরি ভূস্মীভুত হয়েছে।
১৫ এ‌প্রিল ‌সোমবার রা‌তে ১০টার দি‌কে কা‌কিয়াবাজারের রাজাপুর রাস্তার সম্মুখে।
এ ঘটনায় কা‌কিয়াবাজার ও রাজাপুর এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উপস্থিত হয়ে আধাঘন্টা প্রচেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিএন‌জি চালক ছয়ফুল মিয়া জানান, অগ্নিকান্ডে পুরো গাড়ীটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির সাধিত হয়েছে।
অটোরিক্সা (‌মৌলভীবাজার-থ-১২-৫৭৯৩) ব্যাপক ধোয়া বের হয়। ঘটনা টের পেয়ে গাড়ী চালক ফয়জুর রহমান নিরাপদ দুরত্বে চলে যান।
মুহুর্তেই আগুন অটোরিক্সায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কা‌কিয়াবাজা ও রাজাপুর এলাকা জুড়ে আতংকের সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে আধাঘন্টা প্রচেষ্ঠা করলে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় সিলেট-জকিগঞ্জ সড়কের দু’দিকে শত শত যানজট আটকা পড়ে।
শেয়ার করুন