চারদিন ধরে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার নিখোঁজ !

মৌলভীবাজার প্রতিনিধি.
রহস্যজনক কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে সহকারী স্টেশন মাষ্টার মো.শাখাওয়াত হোসেন।
শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে তিনি কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হন। তাকে অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে সহকারি স্টেশন মাস্টার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার ভানুগাছ রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার মো. কাইউমুল ইসলাম এ পত্র পাঠান।
লিখিত পত্রে জানা যায়, ভানুগাছ স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন শনিবার রাত ১টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে কর্তব্যরত ছিলেন। এর পর থেকে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আকস্মিকভাবে ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার নিখোঁজ হওয়ায় রবিবার সকাল পর্যন্ত এ স্টেশনের কাজকর্ম এলোমেলো হয়।
ফলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশন বন্ধ রেখে মাস্টার আব্দুর রহিমকে সাময়িকভাবে ভানুগাছ রেলওয়ে স্টেশনের দায়িত্ব দেওয়া হয়।
ভানুগাছ রেলওয়ে সহকারি মাস্টার কাইউমুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তার বরাবর এ ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক আলীম উদ্দীন বলেন, তার খোঁজ পেতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।
এদিকে, শাহাব উদ্দীন ফকিরের স্ত্রী সাবিনা বেগম গত রবিবার বিকেলে শ্রীমঙ্গলে স্টেশনের প্রধান মাষ্টার মো.জাহাঙ্গীর আলম ও সহকারী স্টেশন মাষ্টার শাখাওয়াতে হোসেনের কাছে আসেন পরামর্শ নিতে ও জিআরপি থানায় সাধারণ ডায়েরী করতে। সাবিনার সঙ্গে ছিল শাশুড়ী ও ছেলে সন্তান।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাষ্টার মো.জাহাঙ্গীর আলম ও সহকারী স্টেশন মাষ্টার মো.সাখাওয়াত হোসেন বলেন , শাহাব উদ্দীন ফকিরের স্ত্রী আমাদের কাছে এসেছিল। আমরা তাকে বুঝিয়ে বলেছি,একটু ধ্যর্য ধরার জন্য। বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে দেখার জন্য।
প্রসঙ্গত. ১২ এপ্রিল রাতে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার শাহাব উদ্দিন ফকিরের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের এক নেতার সঙ্গে ইয়াবা সেবনের ওই ছবি ভাইরাল হলে কমলগঞ্জ উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠে।
অপরদিকে, যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৩ এপ্রিল বিকালে জরুরী বৈঠকে বসে কমলগঞ্জ উপজেলা যুবলীগ। এরমধ্যে ১৪ এপ্রিল ভোর রাতে হঠাৎ গা ঢাকা দেন স্টেশন মাস্টার শাহাব উদ্দিন। ভানুগাছ রেলওয়ে স্টেশন ফেলে আটকের ভয়ে কর্মস্থল গা ঢাকা দেন। এতে ভানুগাছ স্টেশনের যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। শাহাব উদ্দিন ফকিরের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
শেয়ার করুন