বর্ণাঢ্য র্যালি, সম্মেলন, সুরের মুর্ছনা ও উদ্বোধনের মধ্য দিয়ে মৌলভীবাজারে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।
১৭ এপ্রিল বুধবার দূপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল এম সাইফুর রহমান অডিটরিয়ামের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।