কুলাউড়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল  যুবকের 

মৌলভীবাজার  প্রতিনিধি.
মৌলভীবাজারের কুলাউড়ায়  পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে  সংঘর্ষে দিলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মৃত লাল মিয়ার ছেলে।
সংঘর্ষে  আহতরা  হলেন, এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া এবং মমতা বেগম।
বুধবার দুপুরের  দিকে উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায়  পুলিশ আহত চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন,  এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া ও তার  চাচাতো ভাই কামরুল মিয়াকে।
নিহতের ভাগ্নে জুনেদ আহমদ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামে  সাড়ে ৩  শতক জমি নিয়ে নিজেদের বাড়ির উঠানে  আজ দুপুরে এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া, মানিক মিয়া, কামরুল মিয়ার সাথে দিলু মিয়ার কথাকাটাকাটির শুরু হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে জটলা  সংঘর্ষ বাঁধে। এসময় দিলু মিয়ার পেটে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।  গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার পেটে গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  তাকে সিলেট যাওয়ার সময় বিকেলের  দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে জুনেদ আহমদ সন্ধ্যারাতে  মোবাইল ফোনে বলেন, ‘বর্তমানে দিলু মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ কুলাউড়ায় নিয়ে আসা হবে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান  বলেন, দু’পক্ষের সংঘর্ষে দিলু মিয়া নিহত হন। চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশী হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে ।
শেয়ার করুন