মৌলভীবাজার শহর যেন মশার রাজ্য

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:

গরম আর বৃষ্টি শুরু হতেই বেড়েছে মশার উপদ্রব। মৌলভীবাজার শহরের প্রায় সবকটি ওয়ার্ডেই বেড়েছে মশার উৎপাত। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন শহরবাসী। মশার উপদ্রব বাড়লেও এখন পর্যন্ত মশা নিধন কার্যক্রম শুরু করেনি মৌলভীবাজার পৌরসভা।
মৌলভীবাজার পৌরসভা’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মশক নিধনে পৌরসভা’র কোনো বাজেট নেই। ওষুধ ছিটানোর আগে মশার আবাসস্থল ধ্বংস করার জন্য শহরের সবকটি ওয়ার্ডের নালা, নর্দমা, ছড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘মশার উৎপাত থেকে রক্ষা পেতে শুধু সরকার জনপ্রতিনিধি বা পৌরসভা একা কিছু করতে পারবে না। এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদেরও সচেতন হতে হবে। সকলকে তাদের বাড়ির আশপাশের নালা, নর্দমা পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য শীঘ্রই আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম করার পরিকল্পনা আছে।’

শেয়ার করুন