ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি :: সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রাস্তা পারাপারের সময় রেল স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ পার্শ্বে ঢাকাগামী পারাবত ট্রেনের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রবিবার (২১ এপ্রিল) বিকাল পৌনে ৫টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আরজান উল্লার ছেলে সময় জমির আলী (৭০) রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার সময় পারাবত ট্রেনের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক হাসপাতালের উদ্দেশ্যে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত জমির আলীর ছেলে হুমায়ুন আহমেদ জানান, শমশেরনগর বাজারে খরচ করতে এসে দুর্ঘটনা কবলিত হয়ে মারা যান।

রেলওয়ের শমশেরনগর স্টেশন কবির আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে জমির আলীর আত্মীয় স্বজনরা দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন