শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জায়ান চৌধুরী নিহত

দিরাই প্রতিনিধি :: শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছে। সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া জমিদার পরিবারের সন্তান মশিউল হক চৌধুরী প্রিন্সের পুত্র ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি।

রবিবার (২১ এপ্রিল) রাতে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ হামলার ঘটনায় মশিউল হক চৌধুরী আহত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মশিউল হক চৌধুরী প্রিন্স আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের জামাতা। প্রিন্স তার স্ত্রী শেখ সোনিয়া ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে হামলার শিকার হন। তারা কলম্বোর পাঁচ তারকা হোটেল সাংরিলা তে উঠেছিলেন।

এরআগে ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দ্য এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবের বলরুমে প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে শিশু জায়ান নিখোঁজ ও প্রিন্স আহত জানিয়ে সবার দোয়া চান।

শেয়ার করুন