সাইফুল ইসলাম.
আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল ) মৌলভীবাজার পৌর শহরের কোর্ট রোডে সকাল ১১টার থেকে বিকেল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
শেরপুরের টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো.ইসমাইল মজুমদার মোবাইল ফোনে এতথ্য জানিয়েছেণ তিনি বলেন,প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এ পণ্য বিক্রি করা হবে। মালামাল মজুদ থাকা পর্যন্ত বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, ট্রাকের মাধ্যমে সিলেট বিভাগে ১২জন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে। ডিলারদের মধ্যে মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জে দুইজন ও ব্রাক্ষণবাড়িয়ায় ও সিলেট সদরে ৬ জন ডিলার রয়েছেন।
টিসিবির ট্রাকে করে বিক্রি করা মালামালের মধ্যে ছোলা (অস্ট্রেলিয়া) প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল (কানাডা) প্রতি কেজি ৪৪ টাকা, চিনি প্রতি কেজি ৪৭ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। খেজুর প্রতি কেজি ১৩৫ টাকা। তারমধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে চিনি,তেল মসুর ডাল বিক্রি করা হয়েছে। আগামী মাসের ২ তারিখ খেজুর ও ছোলা বিক্রি করা হবে।
মৌলভীবাজার টিসিবির ডিলার তাজ এন্টারপ্রাইজ ও খালেক এন্টারপ্রাইজের আব্দুল খালেক বলেন,এবার পণ্যেও মান ভাল,দামও কম থাকায় চাহিদা বেশি।’