মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সাধারন সভা; ১৯ মে ইফতার, ৫ আগস্ট বনভোজন

জালালাবাদবার্তা.কমঃ

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুবের সঞ্চালনায় ২১ এপ্রিল ২০১৯ (রবিবার) টরন্টোর ডেনফোর্থ এবং ভিক্টোরিয়া পার্কের রেড-হট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের সভাকক্ষে এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়।

রাত ৯টা ৩০মিনিটের সময় শুরু হওয়া সভায় বর্তমান কমিটির অতীত এবং বর্তমানের বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপ এবং ভবিষ্যতের বিভিন্ন কর্ম পরিকল্পনার উপর আলোকপাত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুর রহিম দাদুলকে আহ্বায়ক এবং হাজী তুতিউর রহমান, জহিরুল ইসলাম, মুহিব খাঁন, রুহুল চৌধুরী এবং আব্দুল্লাহ্‌ আল্‌ মাহমুদকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট একটি ইফতার পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির তত্ত্বাবধানে আগামী ১৯ মে ২০১৯ (রবিবার) রিজেন্ট পার্ক খাদিম কমিটি মসাল্লায় (২৬০ সুমাক স্ট্রিট) এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তাছাড়া আগামী সিভিক হলিডে ৫ আগস্ট ২০১৯, (সোমবার) ইস্ট ইয়র্কের ডজ রোড এবং ক্রিসেন্ট টাউন রোডস্থ টেইলর ক্রীক পার্কের ৫ নাম্বার স্পটে এসোসিয়েশনের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হওয়ারও সিদ্ধান্ত উক্ত সভায় গৃহীত হয়। বনভোজনের আয়োজন ও পরিচালনার উদ্দ্যেশ্যে লায়েকুল হক চৌধুরীকে আহ্বায়ক, আশীষ পাল এবং সৈয়দ ফেরদৌসকে যুগ্ম-আহ্বায়ক এবং জহিরুল ইসলাম, মুহিব খাঁন, মুর্শেদ আহমেদ মুক্তা, সুমন আহমেদ, আব্দুল্লাহ্‌ আল্‌ মাহমুদ, ঝুটন তরফদার ও রুহুল চৌধুরীকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী, সৈয়দ আব্দুল গাফ্‌ফার, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মাসুক আহমেদ, হাজী তুতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি লায়েকুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মুহিব খাঁন, যুগ্ম-সাধারন সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক রুহুল চৌধুরী, কার্যকরি সদস্য জহিরুল ইসলাম, আশীষ পাল, মোঃ আব্দুর রহিম দাদুল, সৈয়দ ফেরদৌস, এমরুল ইসলাম ইমরুল,  নজরুল আহমেদ, রুবেল আহমেদ, ঝুটন তরফদার প্রমূখ।

শেয়ার করুন