লাউয়াছড়া উদ্যানের জানকীছড়ার ঝোপ থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার

সাইফুল ইসলাম:

মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যানের ভানুগাছ শ্রীমঙ্গলে সড়কের জানকীছড়া নামক এলাকায় রাস্তার পাশে ঝোপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাতটার দিকে লাউয়াছড়া থেকে  নাম-পরিচয়বিহীন ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো.আব্দুল মালেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ৭টার সময় লাউয়াছড়া উদ্যানের জানকীছড়া রাস্তার পাশ ঝোপ থেকে নবজাতক কন্যা শিশুর কান্না পথচারীরা শুনতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে। তবে  কন্যা শিশুটি  সুস্থ আছে।
স্থানীয়রা জানান, সকালে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে বনরক্ষী ও পথচারীরা অজ্ঞাত স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর ওই সড়কের পাশের একটি ঝোপের ভেতর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড.মো.সাজ্জাদ হোসেন বলেন, জিরো ডে ওই নবজাতক শিশুটিকে হাসপাতালের লেবার রুমে চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের তত্বাবধানে আছে। তবে এখনও শিশুটির কোনো
পরিচয় পাওয়া যায়নি। ডেলিভারী হওয়ার পর গর্ভেরফুলসহ কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেখান থেকে পুলিশ নিয়ে আসে। শিশুটিকে গাইর্নী শিশু কনসালটেন্ট টিটমেন্ট করছে। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা বুঝা যাবে। তবে শিশু সুস্থ আছে। হাসপাতালের এক সিস্টার তার বুকের দুধ পান করিয়েছে। শিশুটি ঘুমিয়ে আছে।

 

শেয়ার করুন