রাজনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

‘সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সম্মুখে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহণ করেন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজনগর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান।

উপ-সহকারী কৃষি অফিসার বিজয় কুমার দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সূচনা প্রকল্পের জেলা ম্যানেজার আব্দুল হান্নান, প্রোগ্রাম ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, স্থানীয় কৃষকদের পক্ষে সৈয়দ ফুয়াদ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী প্রমূখ।

আগামী  ২৭ এপ্রিল  শনিবার পর্যন্ত এই মেলা চলবে।

শেয়ার করুন