নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার বরমচালে পুকুরের পানিতে পড়ে নাফিজ আহমদ মারওয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বরমচাল ইউনিয়নের ইউপি সদস্য আশরাফ হোসেন রাজিব ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুর গ্রামের সাহান উদ্দিন আহমদের মেয়ে মারওয়া পুকুরে ডুবে মারা যায়। পরিবারের সদস্যদের অজান্তে মারওয়া বাড়ির পিছনে হেঁটে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকাল সাড়ে ৫টায় মাধবপুর জামে মসজিদে মারওয়ার জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।