লাউয়াছড়ায় উদ্ধার হওয়া নবজাতকের অবস্থা সংকটাপন্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটির অবস্থা সংকটাপন্ন। বুধবার রাতে অবস্থার অবনতি হলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন জানান, ‘বুধবার সকালে শিশুটি উদ্ধারের পর সারাদিন ভালোই ছিল। কিন্তু রাত ১০টার পর থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।’

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পলাশ রায় বলেন, ‘শিশুটির অবস্থা ভালো নয়। শিশুটি নানা ধরনের সমস্যার মধ্যে রয়েছে। একটার পর একটা রোগের উপসর্গ দেখা দিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার।
গত বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গলের জানকিছড়া অংশে নবজাতক এই কন্যা শিশুটিকে পাওয়া যায়। পরে পুলিশ সকাল ৭টার দিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেয়ার করুন