নিজস্ব প্রতিবেদক :: পর্যটকদের জন্য মরণ ফাঁদ হিসাবে পরিচিত সিলেটের জাফলং জিরো পয়েন্টে আবারো নিখোঁজের ঘটনা ঘটেছে।
এবার নিখোঁজ এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিকুর রহমান অনিক। পিয়াইনের স্বচ্ছ পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
শুক্রবার জুম’আর নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ৮ বন্ধু জাফলং বেড়াতে গিয়েছিলেন। এরমধ্যে আকিকুরসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন।
কয়েকজন শ্রমিক তা দেখে দ্রুত ছুটে আসেন এবং দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আকিকুর রহমান অনিক নামক ওই শিক্ষার্থী তলিয়ে যান।
এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান শুরু করেন। তবে বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।