কুলাউড়ায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

নিউজ প্র‌তি‌নি‌ধি :: কুলাউড়ায় রাশিদ আলী (র.)- এর ৩৪তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে স্কুল ও মাদ্রাসার দুই শতা‌ধিক শিক্ষার্থী‌দের মা‌ঝে ড্রেস বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাশিদ আলী ফাউণ্ডেশনের উদ্যোগে পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিগুলোর মধ্যে রাশিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ড্রেস প্রদান, কুলাউড়া পৌরশহরের দক্ষিণ বাজার জামে মসজিদে ৫টি সিলিং ফ্যান বিতরণ, মনরাজ বায়তুল আমান জামে মসজিদে একটি টিউবওয়েল প্রদান, অসহায় ৮টি পরিবারের মাঝে ডেউটিন প্রদান, নঈমপুর জা‌মে মসজিদে নগদ অর্থ প্রদান, মুক্তাজিপুর হাফিজি মাদ্রাসায় নগদ অর্থ প্রদান ও অসহায় ৩টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
কর্মসূ‌চির প্রাক্কা‌লে এক আ‌লোচনা সভায় রা‌শিদ আলী ফাউ‌ণ্ডেশ‌নের উপ‌দেষ্ঠা সাংবা‌দিক মোক্তা‌দির হো‌সে‌নের সঞ্চালনায় এবং রা‌শিদ আলী সরকারী বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি মু‌ক্তিযোদ্ধা ন‌জির খা‌নের সভাপ‌তি‌ত্বে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, রবিরবাজার ডিআইডি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, পুরসাই হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. হাফিজ আনছার উদ্দিন, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হযরত মাও. মোহাম্মদ আলী, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, রাশিদ আলী মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুর নুর, সহকারী শিক্ষক আব্দুল মতিন, সাপ্তা‌হিক সীমা‌ন্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, গণমাধ্যমকর্মী শাকির আহমদ, কুলাউড়া বন্ধুসভার সভাপতি নাজমুল বারী সোহেল, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার এনামুল আলম, সাপ্তা‌হিক সংলাপ প‌ত্রিকার স্টাফ রি‌পোর্টার ইউসুফ আহমদ ইমন, সুলতানপুর বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মাও. সৈয়দ আব্দুল মুঈদ আল মুত্তাকী, রাশিদ আলী ফাউণ্ডেশনের সদস্য পারুল মিয়া, সুফিয়া হক, রাশিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আলী আহমদ।
আ‌লোচনা শে‌ষে ৩০ পারা কোরআন শরীফ সম্পন্ন হা‌ফিজ মো. আব্দুস সালাম, হা‌ফিজ মো. তা‌য়েফ আহমদ, হা‌ফিজ মো. ইমরান আহমদ, হা‌ফিজ মো. আবু বকর‌কে পাগড়ী প‌ড়ি‌য়ে দেন অ‌তি‌থিবৃন্দ।
শেয়ার করুন